সিলেটটুডে ডেস্ক

২২ এপ্রিল, ২০১৮ ১৩:২৮

সিকৃবিতে এক্সটারনাল পিয়ার রিভিউ টিম

আইকিউএসি এর অধীনে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের সেলফ এসেসমেন্ট কমিটির রিপোর্টের ভিত্তিতে এক্সটারনাল পিয়ার রিভিউ টিম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) পরিদর্শন করেছেন।  

পরিদর্শক দল গত তিনদিন ধরে পাঁচটি স্ট্যাক হোল্ডার এর অ্যালামনাই এসোসিয়েশন, পেশাজীবী, একাডেমিক ও নক একাডেমিক ফ্যাকাল্টি মেম্বার এবং বিভিন্ন দপ্তর প্রধানদের সাথে আলোচনা করেন।

আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঁইয়া, অনুষদের সেলফ এসেসম্যান্ট কমিটির প্রধান প্রফেসর ড. মিটু চৌধুরী, সদস্য প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা, সহকারী প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান এসময় পরিদর্শক দলের সাথে উপস্থিত ছিলেন।

এক্সটারনাল কোয়ালিটি এশ্যুরেন্স এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া পারলিজের সহযোগী প্রফেসর ড. খাইরুল আজওয়ান বিন ইসমাইল, লোকাল কোয়ালিটি এশ্যুরেন্স এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, সাবজেক্ট স্পেশালিষ্ট হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

পরিদর্শক দলকে প্রথমদিনই স্বাগত জানান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম।

এদিকে সেলফ এসেমেন্ট রিপোর্ট উপস্থাপন করেন প্রফেসর ড. মিটু চৌধুরী। পিয়ার রিভিউয়ার সদস্যদের এক্সিট রিপোর্ট উপস্থাপনের মাধ্যমে এর কার্যক্রম শেষ হয়।

আপনার মন্তব্য

আলোচিত