এলইউ প্রতিনিধি

১৪ মে, ২০১৮ ২২:৫২

সিলেটে চলছে দু’দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী

সিলেটের লিডিং ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (এলইউপিএস) এর আয়োজনে দুদিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ‌‌‘মাইন্ডস আই সিজন-৫’ শুরু হয়েছে।

সোমবার (১৪ মে) নগরের দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য কেন্দ্রে এ প্রদর্শনী শুরু হয়।

এলইউপিএস দেশীয় এবং আন্তর্জাতিক আলোকচিত্রীদের সমন্বয়ে পঞ্চমবারের মত আয়োজন করেছে এই আলোকচিত্র প্রদর্শনীর। প্রায় ৪৫০ জন আলোকচিত্রীর জমা দেয়া ২০০০ হাজারের মতো আলোকচিত্র থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে ৫৫ জন আলোকচিত্রীর প্রায় ৮০ টি আলোকচিত্র প্রদর্শিত হবে এবারের এই প্রদর্শনীতে।

প্রদর্শনীর প্রথমদিন আজ (সোমবার) দুপুর ১২টায় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য ড. কামরুজ্জামান চৌধুরী এ প্রদর্শনীর উদ্বোধন করেন।

দুদিনব্যাপী প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানান আয়োজকরা।

আপনার মন্তব্য

আলোচিত