এলইউ প্রতিনিধি

১১ জুন, ২০১৮ ১৫:১৭

বর্জ্য পরিষ্কারে রোবট তৈরি লিডিংয়ের দুই শিক্ষার্থীর

সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির (এলইউ) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দুই শিক্ষার্থী বর্জ্য পরিষ্কারের রোবট তৈরি করলেন।

রোববার (১০ জুন) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে রোবটটির কার্যক্রম প্রদর্শন করা হয়।

ইইই বিভাগের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী নীলা আক্তার চাঁদনী ও নাবিলা ওয়াকার আদিব এই রোবটটি তৈরি করেছেন।

ইইই বিভাগের প্রভাষক রফিকুল ইসলামের তত্ত্বাবধায়নে বিশ্ববিদ্যালয়ের থিসিসের অংশ হিসেবে এই দুই শিক্ষার্থী এ রোবটটি তৈরি করেন। থিসিসের সহকারী তত্ত্বাবধায়ক ছিলেন ইইই বিভাগের প্রভাষক মো. আশরাফুল ইসলাম।

এ ব্যাপারে প্রভাষক রফিকুল ইসলাম বলেন, রোবটটি স্বয়ংক্রিয়ভাবেই সেন্সরের মাধ্যমে ময়লা আবর্জনা শনাক্ত করতে পারবে। সেই সাথে নির্ধারিত স্থানে সেইসব আবর্জনা জমা করতে সক্ষম এই রোবট। এক্ষেত্রে একজন মানুষকে এই রোবটটিকে পরিচালনার দায়িত্বে থাকতে হবে।

তিনি আরো জানান, বর্তমানে রোবটটির ক্যাপাসিটি অল্প। আগামীতে ফান্ডিং সহায়তা পাওয়া গেলে এই রোবটটির ক্যাপাসিটি বৃদ্ধি সহ কর্মদক্ষতা বাড়ানোর কাজ করা যাবে। 

আপনার মন্তব্য

আলোচিত