সিকৃবি প্রতিনিধি

১২ জুন, ২০১৮ ২২:৪৮

সিকৃবির পাঁচ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) বিভিন্ন অনুষদভুক্ত পাঁচ শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিজস্ব ওয়েবসাইটে স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৭ সালের প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য সারাদেশব্যপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫৯ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। যেখানে সিকৃবির বিভিন্ন অনুষদভুক্ত পাঁচ শিক্ষার্থীর নাম রয়েছে।

২০১৭ সালের স্বর্ণপদকের জন্য মনোনীত সিকৃবির শিক্ষার্থীরা হলেন – ভেটেরিনারি এনিম্যাল এন্ড বায়োমেডিকেল সায়েন্স অনুষদের সৌরভ রায় (সিজিপিএ ৩.৮৫), এগ্রিকালচার অনুষদের মিতালি দাশ (সিজিপিএ ৩.৯৪), ফিসারিজ অনুষদের মাফিয়া আক্তার (সিজিপিএ ৩.৯১), এগ্রিকালচার ইকোনমিকস ও বিজনেস স্টাডিজ অনুষদের পৃথিলা পূজা (সিজিপিএ ৩.৯০) এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ও টেকনোলোজি অনুষদের মোছা. মাহবুবা খাতুন (সিজিপিএ ৩.৮৭)।

আপনার মন্তব্য

আলোচিত