স্পোর্টস ডেস্ক

২৪ জুন, ২০১৮ ০০:৫৩

নর্থইস্ট স্পোর্টস ক্লাবের ওয়ার্ল্ড কাপ ফেস্ট শুরু হচ্ছে আজ

রাশিয়ায় চলছে বিশ্বকাপ ফুটবলের ২১ তম আসর। বিশ্বের তাবৎ ক্রীড়ামোদী দর্শক বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মগ্ন।

নিজেদের পছন্দের দল নিয়ে চলছে পক্ষে-বিপক্ষে আলোচনা-মাতামাতি, উঠছে চায়ের কাপে ঝড়।

বিশ্বকাপে ফুটবলের এই উন্মাদনাকে আরো বর্ণিল করে তুলতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ স্পোর্টস ক্লাব, ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে "ওয়ার্ল্ড কাপ ফেস্ট ২০১৮" শিরোনামে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে।

সিলেট নগরীর করিমউল্লাহ মার্কেট ইনডোর গ্যালারিতে আজ রোববার থেকে শুরু হওয়া টুর্নামেন্টটি উদ্বোধন করেন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর আতফুল হাই শিবলী। এসময় আরও উপস্থিত ছিলেন এনইইউবি স্পোর্টস ক্লাবের এডভাইজার জাকির হোসেন এবং এনইইউবি স্পোর্টস ক্লাবের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।

টুর্নামেন্টটি চলবে আগামী ১৩ জুলাই পর্যন্ত।

"ওয়ার্ল্ড কাপ ফেস্ট ২০১৮"র আয়োজন প্রসঙ্গে এনইইউবি স্পোর্টস ক্লাবের দায়িত্বশীলরা জানিয়েছেন, তারা এই টুর্নামেন্টটি আয়োজনের মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনাকে আরও বর্ণিল করার পাশাপাশি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ফুটবল প্রতিভা বিকাশের সুযোগ করে দিচ্ছেন।

টুর্নামেন্টটিতে বিশটি দল অংশগ্রহণ করছে। বিশটি দলকে এবারের রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশসমূহের নামে নামকরণ করা হয়েছে।

কে কোন দেশের প্রতিনিধিত্ব করবে সেটি লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।

গ্রুপ পর্ব, নক আউট পর্ব, সেমিফাইনাল শেষে আগামী ১৩ জুলাই ফাইনালের মাধ্যমে "ওয়ার্ল্ড কাপ ফেস্ট ২০১৮"র সমাপ্তি ঘটবে।

আপনার মন্তব্য

আলোচিত