শাবি প্রতিনিধি

০৩ জুলাই, ২০১৮ ২০:১৬

শাবির বার্ষিক প্রতিবেদন প্রকাশ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক প্রতিবেদন ২০১৩-১৪’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা কক্ষে এ প্রতিবেদন প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন প্রকাশনা কমিটির সদস্যদের ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, বার্ষিক প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ের পুরো চিত্রকে প্রতিফলিত করে। তাই সুন্দর ও যথাযথভাবে এ প্রতিবেদন প্রকাশের দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকেও নিয়মিত প্রতিবেদন প্রকাশের নির্দেশনা রয়েছে। এখন থেকে একাডেমিক কার্যক্রম প্রকাশের পাশাপাশি বিভাগগুলোর সাংস্কৃতিক কর্মকাণ্ডও বার্ষিক প্রতিবেদনে তুলে ধরতে হবে।

পরবর্তীতে তথ্যসমৃদ্ধ প্রতিবেদন প্রকাশনার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগগুলোর আন্তরিক সহযোগিতা কামনা করেন উপাচার্য।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন প্রকাশনা কমিটির সভাপতি অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায় ও সদস্য সচিব রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং প্রকাশনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত