শাবি প্রতিনিধি

১৪ জুলাই, ২০১৮ ২৩:১৯

শাবিতে রোবটিক্স প্রতিযোগিতা ৩ আগস্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘অন্ত:সাস্ট রোবটিক্স প্রতিযোগিতা’ আগামী ৩ আগস্ট অনৃষ্ঠিত হবে।

‘অটো গ্রান্ড ভারসন থ্রি.জিরো’ নামক এ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন কাল রবিবার থেকে শুরু হযে আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের একমাত্র রোবটিক্স বিষয়ক সংগঠন ”রোবো সাস্ট” এ প্রতিযোগিতার আয়োজক।

শনিবার (১৪ জুলাই) দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিযোগিতার আহ্বায়ক আলী তারিক জামান।

আগামী ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে। অংশ গ্রহণের জন্য চারজনের টিম করে রেজিস্ট্রেশন করতে হবে।

প্রতিযোগিতার আহ্বায়ক আলী তারিক জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রোবটিক্স বিষয়ক জ্ঞান ও মেধার উৎকর্ষ সাধন এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ প্যানেল সদস্যবৃন্দ এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য উপস্থিত থাকবেন বলে জানান তারিক।

আপনার মন্তব্য

আলোচিত