সিলেটটুডে ডেস্ক

১৯ জুলাই, ২০১৮ ২১:৪৯

অধ্যক্ষ অপসারণের দাবিতে মদন মোহন কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

এবারের এইচএসসি পরীক্ষায় ৫০৯ জন শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ’র অপসারণ দাবিতে বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে বিক্ষোভ মিছিল করেছে মদন মোহন কলেজ কলেজ ছাত্রলীগ।

মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে নগরীর রিকাবীবাজার লামাবাজার ঘুরে অধ্যক্ষের কক্ষের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ’র স্বেচ্ছাচারিতার কারণে কলেজের পাঠদানের অবস্থা অত্যন্ত নাজুক। কর্তব্যরত শিক্ষকরা ঠিকমতো ক্লাস না নিয়ে যে যার মতো কোচিং বাণিজ্য সহ বিভিন্ন বাণিজ্যে ব্যস্ত থাকেন। এসকল বিষয় বারবার অধ্যক্ষকে জানানো হলেও তিনি তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেননি। এ কারণেই গত কয়েক বছর যাবত কলেজের সকল শ্রেণির ফলাফল বিপর্যয় অব্যাহত রয়েছে।

মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি এ.কে.এম. মাহমুদুল হাসান সানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিফতাহুল হুসেন লিমনের পরিচালনায় সমাবেশে কলেজ ছাত্রলীগের ও সাধারণ ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য

আলোচিত