সিকৃবি প্রতিনিধি

১২ আগস্ট, ২০১৮ ১৮:৪৪

আউটস্ট্যান্ডিং সায়েন্টিস্ট পুরস্কার পেয়েছেন সিকৃবির দুই শিক্ষক

কৃষি শক্তি ও যন্ত্র এবং মাৎস্যবিজ্ঞান শাখায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৮ সালের ইন্ডিয়ান ভেনাস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আউটস্ট্যান্ডিং সায়েন্টিস্ট পুরস্কার পেয়েছেন সিকৃবির দুইজন শিক্ষক।

শনিবার (১১ আগস্ট) ভারতের চেন্নাইয়ের রাধা রিজেন্ট কনফারেন্স হলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সেরা গবেষণার স্বীকৃতি স্বরূপ ড. মুহাম্মদ রাশেদ আল মামুম ও এম এম মাহবুব আলমের হাতে সনদপত্র, ব্রোঞ্জ মেডেল ও ক্রেস্ট তুলে দেন ভেনাস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর চেয়ারম্যান ড. রামকৃষ্ণা সতিশ কুমার।

এ বছর কৃষি শক্তি ও যন্ত্র শাখায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য আউটস্ট্যান্ডিং সায়েন্টিস্ট এর পুরস্কার পান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ রাশেদ আল মামুন। একই বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষক এম এম মাহবুব আলম মাৎস্যবিজ্ঞান শাখায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আউটস্ট্যান্ডিং সায়েন্টিস্ট পুরস্কার অর্জন করেন।

প্রসঙ্গত, প্রতি বছর জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় অসাধারণ গবেষণার স্বীকৃতি স্বরূপ বিশ্বের সেরা গবেষকদের হাতে এই পুরস্কার দিয়ে থাকে ইন্ডিয়ান ভেনাস ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।

আপনার মন্তব্য

আলোচিত