রাবি প্রতিনিধি

১৬ আগস্ট, ২০১৮ ১৬:৫১

রাবির দশম সমাবর্তন ২৯ সেপ্টেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তন অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর। এই সমাবর্তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য এডভোকেট মো. আবদুল হামিদের সভাপতিত্ব করবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানান।

এর আগে ২০১৬ সালের ২৪ ডিসেম্বর দশম সমাবর্তনের আয়োজন করেন তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে রাষ্ট্রপতির অনুপস্থিতির কারণে তখন স্থগিত হয়ে যায় সমাবর্তন। এরপর ২০১৭ সালের মে মাসে দায়িত্ব নেয় বর্তমান প্রশাসন। দীর্ঘ চেষ্টার পর ২৪ মার্চ সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হলেও ওই একই কারণে সেটিও স্থগিত করা হয়।

অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি দশম সমাবর্তনের জন্য আমাদেরকে তারিখ জানিয়েছেন। তিনি সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।’

তবে সমাবর্তন বক্তা কে হচ্ছেন সে বিষয়ে দুই-একদিন সময় লাগবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত