সিলেটটুডে ডেস্ক

২৯ আগস্ট, ২০১৮ ১৭:০৪

লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের উন্নয়ন পরিকল্পনা কর্মশালা

লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ‘পোস্ট সেলফ-এ্যাসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্লান শেয়ারিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ আগস্ট) দক্ষিণ সুরমায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ কর্মশালার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের গ্যালারি-১ এ  সিএসই বিভাগের সেলফ-এ্যাসেসমেন্ট কমিটির উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম, পিএসসি উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন সিএসই বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. আসাদুজ্জামান খান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিএসই বিভাগের শিক্ষক ইফফাত জাহান চৌধুরী।

সিএসই বিভাগের এসএ কমিটির প্রধান মো. আসাদুজ্জামান খান বিভাগের পোস্ট সেলফ-এ্যাসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্লান উপস্থাপন করেন।

কর্মশালায় সিএসই বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত