সিলেটটুডে ডেস্ক

০৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:১৫

লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের দুই ছাত্রের কৃতিত্ব

লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুলফিকার আলী বেলাল আমেরিকার ‘কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ প্রোগ্রাম (সিসিআইপি) স্কলারশিপ’ নামক ফুল-ব্রাইট স্কলারশিপ পেয়েছেন। এ বিভাগের অন্য এক শিক্ষার্থী বিমেলেন্ধু দাস ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে মিউজিক এ পড়াশুনা করার জন্য ফুল-ব্রাইট স্কলারশিপ পেয়েছেন।

বুধবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেলাল নর্থান ভার্জিনিয়া কমিউনিটি কলেজে পড়াশুনা করতে যাচ্ছেন। সিলেট থেকে একমাত্র বেলাল সরকারি এবং বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতায় টিকে এ স্কলারশিপ অর্জন করেছেন।

এই অর্জন লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মানসম্পন্ন পাঠদান প্রদান করার জন্যই সম্ভব হয়েছে এবং এ অর্জন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক এবং উন্নত পরিবেশেরই বহি:প্রকাশ বলে জানিয়েছে লিডিং ইউনিভার্সিটি।

শিক্ষার্থীদের এ কৃতিত্বের জন্য লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী এবং ইংরেজি বিভাগের শিক্ষকবৃন্দ তাদেরকে অভিনন্দন জানান।

আপনার মন্তব্য

আলোচিত