সিলেটটুডে ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:২৪

লিডিং ইউনিভার্সিটিতে শিক্ষার গুণগত মান বিষয়ক কর্মশালা

লিডিং ইউনিভার্সিটিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘দ্য প্যারাডিম অব কোয়ালিটি সিস্টেম এট টারশিয়ারি এডুকেশন: এ্যান ইন্টারন্যাশনাল এ্যাপ্রোচ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের গ্যালারি-১ এ অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালক প্রফেসর ড. জুড উইলিয়াম জেনিলো।

এতে সম্মানিত অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক এবং বিশেষ অতিথি হিসেবে রেজিস্ট্রার মেজর (অব) মো. শাহ আলম, পিএসসি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হলে এবং বিশ্বব্যাপী প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকার জন্য আমাদের নির্ধারিত গুণগত মান অর্জন করতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একাডেমিক পর্যায়ে ভাল ফলাফলের সাথে সাথে বেসিক কম্পিউটার জ্ঞান, ভাষায় পারদর্শিতা এবং এক্সট্রা কারিকুলার এ্যাকটিভিটিসে অংশগ্রহণ থাকতে হবে। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে।

তিনি আরও উল্লেখ করেন, পরিবর্তনশীল বিশ্বে বৈজ্ঞানিক অগ্রগতির সাথে আমাদের শিক্ষাব্যবস্থায়ও পরিবর্তন আনতে হবে।

রিসোর্স পারসন অধ্যাপক ড. জুড উইলিয়াম জেনিলো উচ্চ শিক্ষা আন্তর্জাতিক মানে উন্নীত হওয়ার বিভিন্ন পদ্ধতি এবং উদাহরণ সম্বলিত দিকনির্দেশনা প্রদান করেন।

লিডিং ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর ডিরেক্টর মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত