রাবি প্রতিনিধি

১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:০৩

তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

দ্রুত প্রজ্ঞাপনসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সমাবেশে তারা এ দাবি জানান। এর আগে ক্যাম্পাসের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ দেখায় তারা।

তাদের দাবিসমূহ- ৫ দফার আলোকে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার করে অতি দ্রুত প্রজ্ঞাপন জারি, মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক সকল মামলা প্রত্যাহার, হামলাকারীদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিতকরণ।

আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মাসুদ মুন্নাফ বলেন, 'আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থী অথচ জীবনের ভয়ে গত তিন মাস আমরা ক্যাম্পাসে আসতে পারিনি। প্রশাসন কোনো ধরনের নিরাপত্তা আমাদের দেয়নি। আজকের এই কর্মসূচি কারো বিরুদ্ধে নয়, আমরা চাই আমাদের প্রজ্ঞাপন অনতিবিলম্বে ঘোষণা করা হোক। কেন্দ্র ঘোষিত তিন দফা দাবিতে আমাদের আজকের এই কর্মসূচি।'

হামলাকারীদের বিচার চেয়ে তিনি বলেন, 'আমাদের ওপর যারা হামলা করেছে, তাদেরকে আমি সরাসরি দোষী বলতে চাই না। মিডিয়ার কাছে অনেক প্রমাণ আছে, আপনারা তদন্ত করুন। যদি তারা প্রকৃতপক্ষেই দোষী হয়, তাহলে তাদের শাস্তি নিশ্চিত করুন। আপনি জাতির জনকের কন্যা, আমরা বিশ্বাস করি, কোটা সংস্কারসহ হামলাকারীদের বিচার আপনার মাধ্যমেই হতে পারে।'

আমরা অনতিবিলম্বে কোটার সংস্কারের প্রজ্ঞাপন চাই। হামলাকারীদের বিচার চাই, সেই সঙ্গে আমাদের ভাইদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেগুলোর প্রত্যাহার চাই। যারা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে ছিলেন, তারা সবাই যেনো নির্বিঘ্নে ক্যাম্পাসসহ বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারে, সেই দাবিও জানায় এ আহ্বায়ক।

হাতুড়ির আঘাতে আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের মাস্টার্সের শিক্ষার্থী তরিকুলের বর্তমান অবস্থা নিয়ে মাসুদ মুন্নাফ বলেন, 'ছাত্রলীগের হামলায় আহত কোটা সংস্কার আন্দোলনের অন্যতম তরিকুলের বর্তমান অবস্থা দেখলে কান্না পায়। তার শরীরের ব্যথা কমেছে কিন্তু তার ক্ষতস্থান থেকে মাঝে মধ্যে পুঁজ বের হয়। ডাক্তার বলেছে, আরও ১৫ থেকে ২০ দিন পর সে আস্তে আস্তে পায়ে ভর দিতে পারবে।'

আপনার মন্তব্য

আলোচিত