সিলেটটুডে ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৩১

সিকৃবিতে সেমিনার

বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, (সিকৃবি) সিলেট এ বাস্তবায়নাধীন হেকেপ উপপ্রকল্প এর 'প্রোজেক্ট ক্লোজিং সেমিনার' শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিশ্বের বর্তমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কারিগরি বিষয়েও দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।

হেকেপ উপপ্রকল্পের ব্যবস্থাপক প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তরিকুল আলম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, শিক্ষক, রেজিস্ট্রার ও দপ্তর প্রধানগণ।

আপনার মন্তব্য

আলোচিত