সিলেটটুডে ডেস্ক

০৯ অক্টোবর, ২০১৮ ১৫:৫৭

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মহালয়া

সারা দেশে মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। পাঁচদিনের এই উৎসবের প্রাক্কালে সোমবার সন্ধ্যায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে পালিত হল মহালয়া।

পূজা উদযাপন পরিষদের আয়োজনে এই অনুষ্ঠানের নাম দেয়া হয় 'আগমনী'।

সন্ধ্যা ৭টায় ধর্মীয় আলোচনা ও ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। এ সময় তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, এখানে ধর্মীয় জ্ঞানচর্চার মাধ্যমেই প্রকৃত জ্ঞান আহরণ করা যায়।

ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর ড. মিটু চৌধুরী, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় কুন্ডু।

উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর থেকে ষষ্ঠীতে দেবী দুর্গার বোধনের মধ্য দিয়ে শুরু হবে মূল পূজা। ১৯ সেপ্টেম্বর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় অনুষ্ঠান।

আপনার মন্তব্য

আলোচিত