শাবি প্রতিনিধি

১০ অক্টোবর, ২০১৮ ১৭:২৮

শাবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হয়েছে।

বুধবার (১০ অক্টোবর) দুপুর ১২টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে র‌্যালি বের করে প্রথম ছাত্রী হলের আবাসিক শিক্ষার্থীরা। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, পলিটিকাল স্টাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলাম, প্রথম ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক আমিনা পারভীন, সহকারী প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে অধ্যাপক আমিনা পারভীন বলেন, আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটি অংশ পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরণের মানসিক সমস্যায় ভুগে। আর এই মানসিক চাপ থেকে বের হয়ে আসার জন্য আমাদের অবশ্যই এর পথ খুঁজে বের করতে হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত