শাবিপ্রবি প্রতিনিধি

১৩ অক্টোবর, ২০১৮ ১৩:৪৬

শাবিতে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সহ সিলেট শহরের ৩৫টি কেন্দ্রে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছে। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৭০৩টি আসনের বিপরীতে এবার আবেদন করেছে ৭৬ হাজার ১৭৯ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

এবার ইউনিট ভিত্তিক এ ইউনিটে পৃথকভাবে ২৮হাজার ৮শত ৪৯ জন, বি১ ইউনিটে ৪৩হাজার ৯ শত ৪০ জন এবং বি২ ইউনিটে ৩ হাজার ৩ শত ৯০ জন আবেদন করেছে।

এদিকে দুপুর আড়াইটায় বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে, শিক্ষার্থীদেরকে অবশ্যই ২টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে বলে জানান ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমদ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন।

পরীক্ষার সার্বিক বিষয়ে উপাচার্য বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিতি সন্তোষজনক ছিল বলে জানান উপাচার্য।

আপনার মন্তব্য

আলোচিত