সিলেটটুডে ডেস্ক

১৫ অক্টোবর, ২০১৮ ২৩:০৫

এমসি কলেজে কেমিস্ট্রি ক্লাবের কমিটি ঘোষণা

সুদীর্ঘ নয় বছর পর সিলেট এমসি কলেজ‘র রসায়ন বিভাগের ক্ষুদে রসায়নবিদদের নিয়ে পুনর্গঠিত হয়েছে ঐতিহ্যবাহী কেমিস্ট্রি ক্লাব।

গত রোববার (১৪ অক্টোবর) বিভাগীয় হলরুমে বিভাগীয় প্রধান অশোক কুমার পালের উপস্থিতিতে অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী আরমান হোসেনকে সভাপতি ও অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী শতরূপা সেনকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন প্রভাষক সুজিত দত্ত।

এর পূর্বে গত বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধিদের দিক-নির্দেশনায় মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী তফসির আহমদ জাকা, জীবনানন্দ আচার্য, নাহিয়ান কামরুল এবং সোয়েদ শাকিল খানকে নিয়ে গঠিত চার সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটিকে দশ কার্যদিবসের মধ্যে ক্লাবটির সংবিধান প্রণয়ন ও সূক্ষ্ম পর্যবেক্ষণের ভিত্তিতে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে বিভাগীয় প্রধান বরাবর একটি পূর্ণ প্রতিবেদন পেশ করার জন্য বলা হয়।

তারই পরিপ্রেক্ষিতে সর্বসম্মতিক্রমে অনুমোদিত ২০১৮-১৯ বর্ষের কার্যনির্বাহী কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন: সহ-সভাপতি- আব্দুল মোন্তাকিম, সহ-সভাপতি- উত্তম দাস, যুগ্ম-সম্পাদক- আশিক মালিক, যুগ্ম-সাধারণ সম্পাদক- শাহেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক- সৌরভ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক- আহবাব নাঈম, সহ-সাংগঠনিক সম্পাদক- আব্দুল জব্বার আশরাফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক- সালেহা আক্তার, সহ-সাংস্কৃতিক সম্পাদক- সানজিদা হাসান সাদিয়া, সহ-সাংস্কৃতিক সম্পাদক- জাফরিন তাসনিম শাহ্ কামালী, সহ-সাংস্কৃতিক সম্পাদক- নুসরাত জাহান অন্তরা, প্রচার সম্পাদক- কাওসার আহমেদ, সহ-প্রচার সম্পাদক- তরিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক- মুদাব্বির আলী, সহ-প্রচার সম্পাদক- সৈকত ভট্টাচার্য, দপ্তর সম্পাদক- মোহাম্মদ মিনহাজ আলী, অর্থ সম্পাদক- মোহাম্মদ রায়হান, সহ-অর্থ সম্পাদক- জুবেল আহমদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক- জয়শ্রী দাস, সহ-আপ্যায়ন সম্পাদক- গোলাম কিবরিয়া, সাদিয়া সিদ্দিক এবং তানভীর মাহফুজ তানিম, ক্রীড়া সম্পাদক- তৌহিদুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক- মাহফুজ আল হাসান ও শাহরিয়ার আহমেদ রনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- তানজিনা ফেরদৌস খান এবং সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- প্রসেনজিৎ দেব।

এছাড়াও ক্লাবটির সার্বিক বিষয়াবলী পর্যবেক্ষণের জন্য দশ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত