রাবি প্রতিনিধি

২১ অক্টোবর, ২০১৮ ০০:১৬

রাবিতে প্রহরীকে মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদার বখ্শ হলের এক প্রহরীকে মারধর করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। তবে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মারধরের বিষয়টি অস্বীকার করলেও ধাক্কা মারার কথা স্বীকার করেন।

শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নওশাদ ওই হলের প্রহরী। অপরদিকে, অভিযুক্ত ছাত্রলীগ নেতা শফিউল আলম রাতিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সমাজবিজ্ঞান অনুষদ শাখার সাধারণ সম্পাদক।

প্রহরী নওশাদের অভিযোগ, ‘ভর্তি পরীক্ষার সময় হলে পরীক্ষার্থী ছাড়া অন্য কোনো গেস্ট রাখার অনুমতি নাই। এ বিষয়ে হলে নোটিশও দেওয়া হয়েছে। রাতিক ভাই উনার গেস্টদের হলের ভিতরে নিয়ে যেতে চাইলে উনাকে আমি প্রভোস্ট স্যারের সঙ্গে কথা বলতে বলি। এতেই উনি তেড়ে এসে আমাকে মারধর করেন।’

তবে মারধরের বিষয়টি অস্বীকার করে রাতিক বলেন, ‘হল প্রহরীকে কোনো মারধর করা হয়নি। আমার এক ভর্তি পরীক্ষার্থীর বড় ভাইকে রুমে নিয়ে যাচ্ছিলাম। এ সময় হল প্রহরী আমাকে বাধা দেয়। তাকে আমার পরিচয় দেই এবং প্রভোস্টের অনুমতি নেওয়া আছে বলে জানাই। তবুও তিনি আমাকে যেতে বাধা দেন। তাই উনাকে ধাক্কা দিয়ে গেস্টকে আমি রুমে নিয়ে আসি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘একটু ঝামেলা হয়েছিল। হল প্রাধ্যক্ষের উপস্থিতিতে বিষয়টি আমরা মিটমাট করে দিয়েছি।’

তবে প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুল আলিম বলেন, ‘গেস্ট রাখার জন্য কেউ আমার কাছে অনুমতি চায়নি। মারধরের বিষয়টি আমি শুনেছি। বিষয়টি আমি দেখছি।’

আপনার মন্তব্য

আলোচিত