সিলেটটুডে ডেস্ক

২৪ অক্টোবর, ২০১৮ ২১:১০

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে মেধা বৃত্তি প্রদান

শিক্ষা জীবনে ভাল ফলাফল করায় ৩০৫ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করেছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বেশীর ভাগই ছাত্রী।

বুধবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আফতাব নগরের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়  ক্যাম্পাসে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)র আবাসিক প্রতিনিধি মনমোহন প্রকাশ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ড. রফিকুল হুদা চৌধুরী।

পরে অতিথিরা ২০১৭ সালের ‘ফল’ এবং ২০১৮ সালের ‘স্প্রিং’, ‘সামার’ ও ‘ফল’ সেমিস্টারে মেধা বৃত্তি পাওয়া ৩০৫ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা, বৃত্তি পাওয়া শিক্ষার্থীগণ ও তাদের অভিভাবকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত