শাবি প্রতিনিধি

১৩ নভেম্বর, ২০১৮ ১৭:১৫

শাবিতে বাংলা বিভাগের অনার্স শেষ বর্ষের সেমিনার অনুষ্ঠিত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অনার্স শেষ বর্ষের (২০১৩-১৪ সেশন) শিক্ষার্থীদের সেমিনার পেপার উপস্থাপন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ নভেম্বর) বিভাগের ৩০৪ নম্বর কক্ষে এই সেমিনার পেপার উপস্থাপন কার্যক্রম সম্পন্ন হয়। মোট ১৪ জন শিক্ষকের তত্ত্বাবধানে ৭৪ জন শিক্ষার্থী সাহিত্যের নানা বিষয় নিয়ে তাদের সেমিনার পেপার তৈরি করে উপস্থাপন করেন।

বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফুল করীম বলেন, নির্ধারিত সময়সূচী অনুযায়ী আমরা চতুর্থ বর্ষের সকল পরীক্ষা সম্পন্ন করেছি। বিভাগের আয়োজনে আজ শিক্ষার্থীরা তাদের তৈরি করা সেমিনার পেপার উপস্থাপন করলো।

তিনি বলেন, এ ধরনের কাজের মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণা কাজের সাথে ভালোভাবে সম্পৃক্ত হতে পারে। গবেষণার খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানতে পারে।

আজ মঙ্গলবার ও বুধবার (১৩ ও ১৪ নভেম্বর) ভাইভার মাধ্যমে এই বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থীদের স্নাতকের সকল পরীক্ষা সম্পন্ন হবে। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন করে সকল শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশের সুযোগ করে দেওয়া হবে বলে জানান আশরাফুল করীম।

আপনার মন্তব্য

আলোচিত