রাবি প্রতিনিধি

২৪ ডিসেম্বর, ২০১৮ ১৬:২৩

বুধবার থেকে শীতকালীন ছুটিতে যাচ্ছে রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শীতকালীন ছুটি শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর (বুধবার)। যা চলবে ৩ জানুয়ারি পর্যন্ত। তবে শিক্ষার্থীদের আবাসিক হল বন্ধ হচ্ছে আগামীকাল মঙ্গলবার (২৫ ডিসেম্বর) থেকেই।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্যটি নিশ্চিত করেন।

সিলেটটুডে টোয়েন্টিফোরকে তিনি বলেন, "শীতকালীন ছুটি ৬ থেকে ১৭ জানুয়ারির পরিবর্তে ২৬ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে ৪ ও ৫ জানুয়ারি শুক্র-শনিবার ছুটি থাকায় ক্লাস-পরীক্ষার কার্যক্রম শুরু হবে ৬ জানুয়ারি।"

এদিকে আবাসিক হল বন্ধের বিষয়ে হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক জিন্নাত ফেরদৌসি বলেন, "প্রাধ্যক্ষ পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, শীতকালীন অবকাশ উপলক্ষে ২৫ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে এবং ৩ জানুয়ারি সকাল ১০টায় হলগুলো খুলে দেওয়া হবে।"

আপনার মন্তব্য

আলোচিত