শাবি প্রতিনিধি

২১ জানুয়ারি, ২০১৯ ১৪:৩১

শাবিতে ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট তাদের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।

এ উপলক্ষে সোমবার (২১ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি র‌্যালি বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক নাযিরুল আযমের সঞ্চালনায় আহ্বায়ক প্রসেনেজিৎ রুদ্র বলেন, “ইউজিসির ২০বছর মেয়াদী কৌশলপত্র অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ধারাবাহিকভাবে বিভিন্ন খাতে ফি বাড়িয়ে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চরিত্র না।”

তিনি বলেন, “বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের অর্থায়নে তাদের লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়।হেকেপ হচ্ছে এরকম একটি প্রতিষ্ঠান। কিন্তু গবেষণা হওয়া উচিত ছিল রাষ্ট্রের অর্থায়নে রাষ্ট্রের স্বার্থে। আমাদের আন্দোলন পুঁজিবাদের বিরুদ্ধে।”

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ইউশা রশিদও মঈনউদ্দিন মিয়া। অবিলম্বের বিশ্ববিদ্যালয়ের সকল বর্ধিত ফি বাতলের দাবি জানান তারা।

আপনার মন্তব্য

আলোচিত