শাবি প্রতিনিধি

২১ জানুয়ারি, ২০১৯ ২০:৩২

শাবির বাংলা বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের ২০১৮-১৯ সেশনের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে বিভাগের ‘বাংলা সমিতি’। সোমবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ‘বি’ এর ৪০৬ নম্বর রুমে এই নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাংলা সমিতির আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে বিভাগীয় প্রধান ও সমিতির সভাপতি অধ্যাপক ড. আশরাফুল করিমের সভাপতিত্বে সিনিয়র অধ্যাপক আব্দুর রহিম, অধ্যাপক ফারজানা সিদ্দিকা, অধ্যাপক রিজাউল ইসলাম, অধ্যাপক ফয়জুল হক, অধ্যাপক শিরিন আক্তার সরকার, সহযোগী অধ্যাপক জফির সেতু, সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ, সহকারী অধ্যাপক ও সমিতির কোষাধ্যক্ষ সরকার সোহেল রানা, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন।

অধ্যাপক ড. আশরাফুল করীম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয়ে তোমাদের নতুন জীবনের যাত্রা শুরু হলো। এখান থেকেই তোমরা পড়াশোনা শেষ করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে গড়ে তুলতে হবে। আশা করি তোমরা সেই লক্ষ্য মাথায় নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করবে।

আপনার মন্তব্য

আলোচিত