সিলেটটুডে ডেস্ক

০৫ ফেব্রুয়ারি , ২০১৯ ১৮:১৭

থাইল্যান্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি

‘এশিয়া ইয়ুথ কালচারাল এক্সপোজার-২০১৯’ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. ফুয়াদ হাসান লোদী।

আন্তর্জাতিক সংগঠন ইয়ুথ সেন্টার টু অ্যাক্ট ফর নেশন (ইউক্যান) এর আয়োজনে থাইল্যান্ডের ব্যাংককে আগামী ৩ থেকে ৬ এপ্রিল পর্যন্ত সময়ে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

এই সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি দলে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মু. এমরান উদ্দিনও যোগ দেবেন।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরীর সার্বিক উৎসাহ ও সহযোগিতায় ওই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাবেন তারা। সম্মেলনে মো. ফুয়াদ হোসেন লোদী ও মু. এমরান উদ্দিন বাংলাদেশের ট্যুরিজম বিষয়ে প্রেজেন্টেশন দেবেন। সম্মেলনে ২০টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।

আপনার মন্তব্য

আলোচিত