সিলেটটুডে ডেস্ক

১৩ ফেব্রুয়ারি , ২০১৯ ২০:৩৪

জাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে প্রক্টরসহ আহত ৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল ও বর্তমান সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের নেতাকর্মীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৬টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষে সন্ধ্যা ৭টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ অন্তত 8 জন আহত হয়েছেন।

সংঘর্ষ চলাকালে গুলি বিনিময়ের ঘটনাও ঘটছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান জানিয়েছেন, তিনি আহত হলেও তার আঘাত গুরুতর নয়। তিনি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাজিব আহমেদ রাসেল ক্যাম্পাসে তার স্ত্রীকে নিয়ে ক্যাম্পাসে ঘুরতে আসেন। এ সময় বর্তমান সম্পাদক চঞ্চল নেতাকর্মীদের নিয়ে রাসেলকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়।

এ খবর ছড়িয়ে পড়লে রাজিবের অনুসারীরা হল থেকে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বের হয়ে বর্তমান সাধারণ সম্পাদকের হলে হামলা চালাতে যান।  এতে দুই পক্ষে সংঘর্ষ বাধে। শুরু হয় গুলি বিনিময়। পরিস্থিতি সন্ধ্যা ৭টা পর্যন্ত থমথমে ছিল, উত্তেজনা অব্যাহত ছিল, আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন সাধারণ শিক্ষার্থীরা।

সহকারী প্রক্টর মেহেদী ইকবাল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে প্রক্টরিয়াল বডি কাজ করে যাচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত