সিলেটটুডে ডেস্ক

১৪ ফেব্রুয়ারি , ২০১৯ ১৬:০৯

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে শিক্ষক-কর্মকর্তাবৃন্দের সাথে আইকিউএসি'র সভা

শিক্ষার গুণগতমান ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের Gi Institutional Quality Assurance Cell (IQAC) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এ সভাটি।

ব্যবসা অনুষদের ডীন ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. তোফায়েল আহমেদের সভাপতিত্বে দুই পর্বে অনুষ্ঠিত এ সভা।

এসময় আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরী এবং আইকিউএসি প্রশাসক ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহি রাসেল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন।

সভার প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিস্তারিত আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

দ্বিতীয় পর্বে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সাথে আলোচনা করা হয় এবং বিশ্ববিদ্যালয়ে সার্বিক কার্যক্রম পরিচালনা, প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়ন ইত্যাদি বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়।

সেমিনারের উভয় পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।


আপনার মন্তব্য

আলোচিত