ডেস্ক রিপোর্ট

০১ আগস্ট, ২০১৫ ২২:১২

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ৭ম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সিন্ডিকেটের ৭ম সভা শনিবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য্য প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-এর সচিব মোঃ নজিবুর রহমান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ আব্দুল গণি, নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ও বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ডাঃ মোহাম্মদ আফজল মিয়া এবং প্রফেসর ডাঃ শাহরিয়ার আহমদ চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া। সভায় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু নীতি-নির্ধারনী সিদ্ধান্ত গৃহিত হয় এবং পূর্ববর্তী সভাসমূহের সিদ্ধান্তগুলোর অনুমোদন ও অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এর আগে সকাল সাড়ে নয় টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে একাডেমীক কাউন্সিলের ৭ম সভা অনুষ্ঠিত হয়। নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র উপাচার্য্য প্রফেসর ড. মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়-এর একাডেমীক কার্যক্রমের উপর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

আপনার মন্তব্য

আলোচিত