নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি , ২০১৯ ২০:৪১

নর্থ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষক কর্মকর্তা-স্পোর্টস ক্লাব প্রীতি ক্রিকেট ম্যাচ

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ স্পোর্টস ক্লাবের আয়োজনে রোববার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সিলেট এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে শিক্ষক-কর্মকর্তা এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ স্পোর্টস ক্লাবের মধ্য প্রীতি ক্রিকেট ম্যাচ।

এ সময় মাঠে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারর (ভারপ্রাপ্ত) শাহজাদা আল সাদিক, সহকারী অধ্যাপক নুসরাত রিকজা, প্রভাষক ইশরাত শারমিন লিসা এবং সামিহা সানজানা।

উক্ত খেলায় শিক্ষক-কর্মকর্তা একাদশে ছিলেন তানভীর আহমেদ চৌধুরী, শামস এলাহি রাসেল, মো. মিজানুর রহমান, শামীম আল আজিজ লেলিন, মাইদুল ইসলাম চৌধুরী, আমীর হোসেন খান, মীর লুৎফর রহমান, আবু সাঈদ মুন্না, সঞ্জয় নন্দী, আনোয়ারুল ইসলাম স্রমাট, ইব্রাহীম বক্স, এবং তাজ উদ্দিন (অতিরিক্ত খেলোয়াড়)।

অন্যদিকে স্পোর্টস ক্লাব একাদশে ছিলেন, ইরাম, আকরাম, অপু, মামুন, ফাহিম, শাহাদাত, আফসানি, এহসানি, তানভীর, ওলি ও সৈকত।

প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত  নেয় শিক্ষক-কর্মকর্তা একাদশ। ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ চিল ১৪২ রান। অন্যদিকে ৫ উইকেট হারিয়ে স্পোর্টস ক্লাব একাদশের সংগ্রহ ছিল ১৩৬ রান। ম্যাচটি শিক্ষক-কর্মকর্তা একাদশ ৬ রানে জিতে। ম্যাচে সর্বাধিক ৪০ রান সংগ্রহ করেন সিএসই বিভাগের প্রভাষক মীর লুতফর রহমান।

ক্লাবের উপদেষ্টা ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মো. মিজানুর রহমান খেলায় অংশগ্রহণ করার জন্য সকল শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রীসহ এমসি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। ভবিষ্যৎতে আবারো একই ধরনে প্রীতি ম্যাচ আয়োজন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত