সিলেটটুডে ডেস্ক

১৯ ফেব্রুয়ারি , ২০১৯ ১৬:১২

উইন্টার স্ম্যাশে রানারআপ মেট্রোপলিটন ইউনিভার্সিটি

ঢাকার ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি উইন্টার স্ম্যাশ-২০১৯ ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরুষ দ্বৈতে রানারআপ হয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী আকরামুল ইসলাম চৌধুরী ও রাফিউল লেইস রাঈদ জুটি।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিযোগিতায় রানারআপ হয়ে দশ হাজার টাকার প্রাইজমানি পেয়েছেন আকরামুল ও রাঈদ। একই টুর্নামেন্টে গত বছর (২০১৮) চ্যাম্পিয়ন হয়েছিলেন আকরামুল-রাঈদ জুটি।

তাদের সাফল্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

আকরামুল ইসলাম চৌধুরী মেট্রোপলিটন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ৪৩তম ব্যাচ এবং রাফিউল লেইস রাঈদ আইন ও বিচার বিভাগের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী। এই ব্যাডমিন্টন জুটির ম্যানেজার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) তারেক ইসলাম।

উলেখ্য, বাংলাদেশে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে এটি সবচেয়ে বড় ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এই টুর্নামেন্টে ৪০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।

আপনার মন্তব্য

আলোচিত