সিলেটটুডে ডেস্ক

১৯ ফেব্রুয়ারি , ২০১৯ ১৬:২৭

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৯ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। মেলার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন।

এ সময় উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাহের বিল্লাল খলিফা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল হক চৌধুরী, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক চৌধুরী এম. মোকাম্মেল ওয়াহিদ, পরিচালক তারেক ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী, সহকারী রেজিস্ট্রার ও জনসংযোগ কর্মকর্তা লোকমান আহমদ চৌধুরী, বিভিন্ন বিভাগের প্রধানসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

মোট ৬টি স্টলের মধ্যে একটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দের প্রকাশিত বই স্থান পেয়েছে।

বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।


আপনার মন্তব্য

আলোচিত