সিলেটটুডে ডেস্ক

২৪ ফেব্রুয়ারি , ২০১৯ ১৫:৫২

লিডিং ইউনিভার্সিটি ও এসজে ইনোভেশনের মধ্যে সমঝোতা চুক্তি

লিডিং ইউনিভার্সিটি ও এসজে ইনোভেশন বাংলাদেশ লিমিটেড সফটওয়ার কোম্পানির মধ্যে সমঝোতা চুক্তি (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-০১ এ সাইনিং সিরেমনি অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রফেশনাল কর্মদক্ষতা বৃদ্ধি পাবে।

লিডিং ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম, পিএসসি এবং এসজে ইনোভেশন বাংলাদেশ লিমিটেড এর পক্ষে চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) শাহেদ ইসলাম চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

ইতিপূর্বে অ্যামেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস), দক্ষিণ কোরিয়ার কিয়াংডং ইউনিভার্সিটি, মালয়েশিয়া বাইনারি ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে লিডিং ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি হয়েছে।

লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. মিনহাজুল হক ভূঁইয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম. রকিব উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমাদ দীন, এসজে ইনোভেশন এর কর্মকর্তা এবং লিডিং ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত