সিলেটটুডে ডেস্ক

২৮ মার্চ, ২০১৯ ১৭:২৩

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেক্সপিয়রের দুটি নাটক মঞ্চস্থ

ইংরেজি সাহিত্যের কিংবদন্তি নাট্যকার ও কবি উইলিয়াম শেক্সপিয়রের দুটি নাটক মঞ্চস্থ হয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম হাবিবুর রহমান লাইব্রেরি হলে নাটক দুটি মঞ্চস্থ হয়।

এর আয়োজন করে ইংরেজি বিভাগের স্নাতক ৩৪তম ও ৩৭তম ব্যাচ।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব, লেখক-গবেষক মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর। এ সময় মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, শাবির সিএসসি বিভাগের প্রধান অধ্যাপক ড. জহিরুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ উপস্থিত ছিলেন।

উইলিয়াম শেক্সপিয়রের 'অ্যা মিড সামার নাইট’স ড্রিম' নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য এবং ‘দ্য মার্চেন্ট অব ভেনিস’ এর চতুর্থ অঙ্কের প্রথম দৃশ্য মঞ্চায়ন করেন শিক্ষার্থীরা। ইংরেজি বিভাগের প্রধান অনিক বিশ্বাসের স্বাগত বক্তব্যে মঞ্চস্থ হওয়া নাটক দুটির তত্ত্বাবধানে ছিলেন সহযোগী অধ্যাপক মাসুম খান ও সহকারী অধ্যাপক সানজিদা চৌধুরী। সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী রেজওয়ানা জাহান ও মাইশা চৌধুরী।

মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীরা নাটক দুটি উপভোগ করেন।


আপনার মন্তব্য

আলোচিত