শাবি প্রতিনিধি

০৯ আগস্ট, ২০১৫ ২১:৩৪

শাবির গবেষণার উন্নয়নে পূবালী ব্যাংকের অনুদান

গবেষণার উন্নয়নের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়য়ের ‘রিচার্স সেন্টার’কে ১০ লাখ টাকার অনুদান দিয়েছে দেশের বৃহৎ বেসরকারী ব্যাংক পূবালী ব্যাংক।

রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আমিনুল হক ভূইয়ার কাছে চেক হস্তান্তর করেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যাবস্থপনা পরিচালক জনাব মো. আব্দুল হালিম চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, রিচার্স সেন্টারের পরিচালক পরিচালক অধ্যাপক ড. মো. কবির হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, হিসাব দপ্তরের পরিচালক আ. ন. ম. জয়নাল আবেদীন, পূবালী ব্যাংক সিলেট শাখার জিএম আবু হাবিব খায়রুল কবীর, পূর্বাঞ্চল ও পঞ্চিমাঞ্চলের ডিজিএম যথাক্রমে এ এস সিরাজুল হক চৌধুরী ও আহমদ এনায়েত মঞ্জুর, প্রিন্সিপাল ব্রাঞ্চ ও মৌলভীবাজারের ডিজিএম যথাক্রমে মশিউর রহমান ও মাহবুব আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত