শাবি প্রতিনিধি

১৪ এপ্রিল, ২০১৯ ০২:০৫

বৈশাখী উৎসব ৫টার মধ্যে শেষ করার নির্দেশ শাবি প্রশাসনের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন ঘোষণা করা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে বিকাল পাঁচটার মধ্যে সব ধরনের অনুষ্ঠান শেষ করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (১৩ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখ, ১৪২৬ উপলক্ষে দিনব্যাপী মঙ্গল শোভাযাত্রা, লোকজ সংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে বিজ্ঞপ্তিতে বিকাল সাড়ে পাঁচটার মধ্যে বহিরাগত অতিথিদের ক্যাম্পাস ছাড়ার নিদের্শ দেওয়া হয়েছে। অন্যদিকে বিজ্ঞপ্তিতে একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক এলাকা ও ক্যাম্পাসের পাশের টিলাগুলোতে যাতায়াত ও অবস্থান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।


আপনার মন্তব্য

আলোচিত