শাবি প্রতিনিধি

১০ আগস্ট, ২০১৫ ২০:৩৫

শাবিতে অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরীকে সম্মাননা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরীকে সম্মাননা প্রদান করল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ।

সোমবার ‘  Method of Intensive fieldwork and writing Ethnography’ শীর্ষক এক সেমিনারে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় তাকে উত্তরীয় পরিয়ে দেন নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. এ.কে.এম মাযহারুল ইসলাম। পাশাপশি ক্রেস্ট উপহার দেওয়া হয়।

বিকাল ৪টায় শাবির কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইন্সটিটিউড অব এপ্লাইড এনথ্রোপোলজি এবং শাবির নৃবিজ্ঞান বিভাগ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

এর আগে সেমিনারে কি-পেপার উপস্থাপন করেন অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামাল আহমেদ চৌধুরী, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবদুল আওয়াল বিশ^াস প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মনযুরুল হায়দার।

কি-পেপার উপস্থাপন শেষে অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী শাবির কেন্দ্রীয় গ্রন্থাগারের জন্য কয়েকটি বই উপহার দেন।

সেমিনার শেষে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য এবং বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

আপনার মন্তব্য

আলোচিত