সিলেটটুডে ডেস্ক

২৯ এপ্রিল, ২০১৯ ১৮:০৮

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুটি সভা অনুষ্ঠিত

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন এবং অর্থ সংক্রান্ত কমিটির দুটি পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে এই সভা দুটি অনুষ্ঠিত হয়।

ইন্সটিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে প্রথমে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

সভায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. তাহের বিল্লাল খলিফা, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রবিউল হোসেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুরেশ রঞ্জন বসাক, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদসহ সকল বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের বিভিন্ন বিষয় নিয়ে স্লাইড প্রদর্শনসহ আলোচনা করা হয়।

এদিকে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের অর্থ সংক্রান্ত কমিটির ২৬তম সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় অর্থ সংক্রান্ত কমিটির ২৫তম সভার সিদ্ধান্তসমূহের অনুমোদন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ব্যয়ের অনুমোদন দেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, কোষাধ্যক্ষ অধ্যাপক খন্দকার মাহমুদুর রহমান, রেজিস্ট্রার মুহাম্মদ ফজলুর রব তানভীর, পরিচালক (অর্থ) এনামুল হক প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত