শাবি প্রতিনিধি

০৪ মে, ২০১৯ ১৬:৪৬

শাবিতে হাসন রাজার জীবনী নিয়ে আলোচনা সভা

মরমী কবি দেওয়ান হাসন রাজার জীবনী নিয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় স্থানীয় সরকারের পরিচালক মো. মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাবেক সচিব, জালালাবাদ এসোসিয়েশনের প্রেসিডেন্ট ড. এ.কে মুবিন উপস্থিত ছিলেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছাত্রকল্যাণ উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, বাংলাদেশ কপিরাইট অফিসের রেজিস্ট্রার অব কপিরাইট জাফর রাজা চৌধুরী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য প্রদান করেন এস. কে মকবুল ইসলাম, অধ্যাপক এ কে এম মাজহারুল ইসলাম, অধ্যাপক ফারজানা সিদ্দিকা, ফারিহা বিনতে ফিরোজ প্রমুখ।

অনুষ্ঠানে হাসন রাজা গবেষক হিমাংসু দাসকে প্রথমবারের মতো আজীবন সম্মাননা দেওয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত