সিলেটটুডে ডেস্ক

২০ জুলাই, ২০১৯ ১৩:৪৫

এনইইউবি এর এলএলবি উত্তীর্ণ শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হচ্ছে

বাংলাদেশ বার কাউন্সিলের এডভোকেটশিপ পরীক্ষা

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর আইন ও বিচার বিভাগের এলএলবি (অনার্স) উত্তীর্ণ শিক্ষার্থীদের বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক এডভোকেটশিপ পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা হচ্ছে।

শনিবার (২০ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ বার কাউন্সিলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ জুলাই বুধবার ঢাকাস্থ বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান কার্যালয়- ইউনিক হাইটস, ১১৭ কাজী নজরুল ইসলাম এ্যভিনিউয়ে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা হবে।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সামার-২০১৬, ফল-২০১৬, স্প্রিং-২০১৭, সামার-২০১৭, ফল-২০১৭, স্প্রিং-২০১৮, সমার-২০১৮, ফল-২০১৮ এবং স্প্রিং-২০১৯ সেমিস্টারের এলএলবি (অনার্স) উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে উল্লিখিত তারিখ ও সময়ে যথাস্থানে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

বার কাউন্সিলের রেজিস্ট্রেশন সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে প্রয়োজনে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশে এর আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ড. নায়ীম আলীমুর হায়দারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।

আপনার মন্তব্য

আলোচিত