সিলেটটুডে ডেস্ক

২১ জুলাই, ২০১৯ ১৪:২৬

৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবিতে তালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে একাডেমিক ও প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

রোববার (২১ জুলাই) সকালে কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদের প্রধান ফটকে তালা দেওয়ায় সকাল থেকেই ক্লাস পরীক্ষা-বন্ধ আছে।

সকাল ১১টায় রেজিস্ট্রার বিল্ডিংয়ের মূল ফটক দুটিতে তালা লাগিয়ে অবস্থান নিয়ে আছেন শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে ঢুকতে না পেরে সামনের মাঠে অপেক্ষা করছেন।

আন্দোলনরত ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাকিব রাসেল জানান, সাত কলেজের অধিভুক্তির কারণে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই ভোগান্তিতে থাকেন এমন নয়, শিক্ষকদেরও ভোগান্তিতে পড়তে হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ সামাদ চীন সফররত উপাচার্য ফিরে আসা পর্যন্ত কর্মসূচি স্থগিতের অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তাতে কান দেননি।

আপনার মন্তব্য

আলোচিত