সিলেটটুডে ডেস্ক

২৫ জুলাই, ২০১৯ ১২:২৭

উপাচার্যের সাথে এনইইউবি ল স্টুডেন্ট ফোরামের শুভেচ্ছা বিনিময়

নবনির্বাচিত এনইইউবি ‘ল’ স্টুডেন্ট ফোরামের ২০১৯-২০ বর্ষের কার্যনির্বাহী কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২২ জুলাই) বিকাল ৩টায় উপাচার্যের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান ও এনইইউবি ‘ল’ স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা ড. মো. নায়ীম আলীমুল হায়দারের নেতৃত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আবুল হাসানাত ইবনে আবেদীন, প্রভাষক মো. গোলাম ফারুক রাসেল ‘ল’ স্টুডেন্ট ফোরামের সভাপতি তৌহিদ আহমদ কৌশিক, সাধারণ সম্পাদক আফরোজ মামুন, সহসভাপতি জীবন শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তৌকির আহমেদ ও তাসনিম বেগম খুসবু, ট্রেজারার মো. জাকির হোসেন, নির্বাহী সদস্য মো. মাহবুবুর রহমান ও জেহিন আহমেদ, ছাত্রী প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস জান্না ও মুনিরা খানম মুনা এবং জ্যেষ্ঠ কামরুন্নাহার রুণি, বাধন বৈদ্য ও হাবিবুর রহমান।

ফোরামের নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে উপাচার্যকে ‘ল’ স্টুডেন্ট ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

উপাচার্য সবাইকে ধন্যবাদ জানান এবং ‘ল’ স্টুডেন্ট ফোরামের সার্বিক সাফল্য কামনা করেন।

প্রসঙ্গত, ২২ জুন বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এনইইউবি আইন ও বিচার বিভাগের ‘ল’ স্টুডেন্ট ফোরামের ২০১৯-২০ বর্ষের জন্য ১৪ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত