সিলেটটুডে ডেস্ক

২৯ জুলাই, ২০১৯ ১৮:২৩

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে কবিগুরু স্মরণ

‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত গানের পংক্তিকে ধারণ করে তার স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাব। রবীন্দ্র সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনের মাধ্যমে কবি গুরুকে স্মরণ করা হয়।

সোমবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত রবীন্দ্র সংগীত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. আতফুল হাই শিবলী। নর্থ ইস্ট ইউনিভার্সিটি কালচারাল ক্লাব ও ব্যান্ড কসমিক-রে এর সদস্যবৃন্দ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, আজ থেকে ঠিক একশত বৎসর আগে রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট ভ্রমণে এসেছিলেন যা ছিল  সিলেটবাসীর জন্য গৌরবের।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন. প্রফেসর ড. তোফায়েল আহমদ, এনইইউবি কালচারাল ক্লাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরী, এনইইউবি ব্যান্ড কসমিক-রে এর উপদেষ্টা মো. আমীর হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত