শাবি প্রতিনিধি

২১ আগস্ট, ২০১৯ ২১:১২

শাবিতে ভর্তি হলে লাগবে ডোপ টেস্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগামী ২০২০-২১ সেশন থেকে ডোপ টেস্ট করে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।

বুধবার (২১ আগস্ট) বিকেল বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সমাজবিজ্ঞান বিভাগ আয়োজিত এক একাডেমিক কর্মশালায় এ তথ্য নিশ্চিত করেন উপাচার্য।

এসময় সমাজবিজ্ঞান বিভাগের  প্রধান অধ্যাপক ড. লায়লা আশরাফুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়সাল আহম্মদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনিরুল ইসলাম খান। লেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত আমাদের বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, অবকাঠামো, গবেষণাসহ বিভিন্ন ধরনের উন্নয়ন করে যাচ্ছি । বিশ্ববিদ্যালয় থেকে আমরা র্যাগিং প্রথা, ড্রপ কালচার, সেশনজটসহ বিভিন্ন ধরনের অপকর্ম দূর করেছি। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় তাদের পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে।

আপনার মন্তব্য

আলোচিত