সিলেটটুডে ডেস্ক

২৭ আগস্ট, ২০১৯ ১৭:৫৮

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রমা ইসলাম পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের ভারতীয় তুলনামূলক সাহিত্য বিভাগ থেকে এই ডিগ্রি অর্জন করেন।

মঙ্গলবার  (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, রমা ইসলাম ২০১৫-১৬ সেশনে আসাম বিশ্ববিদ্যালয়ের প্রি-পিএইচডি কোর্স ওয়ার্কে ভর্তি হন। ওই কোর্সে সফলতার সাথে পাস করে গবেষণা কাজ শুরু করেন তিনি। তার গবেষণার বিষয়বস্তু ছিল ‘ডায়াসপরিক আইডেন্টিটি অ্যান্ড ক্রস কালচারাল এনকাউন্টার: অ্যা স্টাডি অন দ্য ওয়ার্কস অব ঝুম্পা লাহিড়ি অ্যান্ড মনিকা আলী’।

রমা ইসলাম তার পিএইচডি গবেষণার অভিসন্দর্ভে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান লেখক ঝুম্পা লাহিড়ি এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক মনিকা আলীকে নিয়ে তুলনামূলক আলোচনা ও অধ্যয়ন করেছেন। বিশিষ্ট গবেষক, লেখক ও কবি অধ্যাপক ড. সুমন গুনের তত্ত্বাবধানে পিএইচডি গবেষণাকর্মটি সম্পাদন করেন রমা ইসলাম।

পিএইচডি ডিগ্রি অর্জন করায় রমা ইসলামকে মেট্রোপলিটন ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী এবং উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন।

আপনার মন্তব্য

আলোচিত