শাবি প্রতিনিধি

৩১ আগস্ট, ২০১৯ ১৯:২৯

শাবি প্রেসক্লাবের সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক ‘ওয়ার্কশপ অন রিপোর্টিং, এডিটিং এন্ড এনকোরিং’ এর উপর দুইদিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন সি এর গ্যালারিতে এ কর্মশালা অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় সংগঠনের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নবনীতা চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ, তোমাদের সমাজের ভালো দিকগুলোর পাশাপাশি দুর্বলতাগুলো তুলে ধরতে হবে।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে তবে তা বাস্তবায়নে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা অব্যাহত রেখেছি।”

অনুষ্ঠানে নবনীতা চৌধুরী বলেন, “সকল সাংবাদিকদের  সংগঠিত থাকার পাশাপাশি  সবার সাথে একটা মেলবন্ধন থাকা আবশ্যক।”

তিনি আরও বলেন, “সাংবাদিকতাকে উপভোগ করতে হলে ও সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধি করতে হলে সবার আগে নিজেকে প্রস্তুত করতে হবে।”

আপনার মন্তব্য

আলোচিত