সিলেটটুডে ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০১৯ ১১:১৬

নভেম্বরে চবি ইসলামিক স্টাডিজের পুনর্মিলনী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইসলামিক স্টাডিজ এ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সভা সম্পন্ন হয়েছে। সভায় আগামি ১৫-১৬ নভেম্বর '১৯, (১ম দিন শহরে ও ২য় দিন চবি ক্যাম্পাসে) পুনর্মিলনী অনুষ্ঠান তারিখ নির্ধারণ করা হয়।

শনিবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ এ্যালামনাই এসোসিয়েশনের মুরাদপুরস্থ সিটি অফিসে আহবায়ক ও বিভাগীয় সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে ও মুহাম্মদ আসিফ সাইফুদ্দীন চৌধুরীর সঞ্চালনায় ২১তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর ও বিভাগের সহকারী অধ্যাপক জনাব মুহাম্মাদ মুরশেদুল হক, কো-অর্ডিনেটর ও ইসলামি ব্যাংক বাংলাদেশ লি. এর ভিপি, আনোয়ারা শাখার ম্যানেজার ব্যাংকার আবদুল আজিম, ইসলামিয়া কলেজের সহকারী অধ্যাপক ড. আবুল আলা মু. হোছামুদ্দিন, রাঙ্গুনিয়া কলেজের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মাবুদ, আইআইইউসির সহকারী অধ্যাপক মুহাম্মদ জাবেদ ইকবাল, ব্যাংক কর্মকর্তা কাউছার আল হাবিব, ছিপাতলী আলিয়া মাদরাসার প্রভাষক মুহাম্মদ আসিফ সাইফুদ্দীন চৌধুরী, প্রভাষক মুহাম্মদ সাইফুর রহমান, প্রভাষক মোহাম্মদ নূরুল হাকিম, প্রভাষক আবদুল্লাহ আল মামুন, মুহাম্মদ ইদরীস, সাইফুল্লাহ মনির, মো. আরিফুল ইসলাম প্রমুখ।

আলোচনায় এসোসিয়েশনের কর্মপদ্ধতি, গঠনতন্ত্র, পুনর্মিলনী, পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আগামির পরিকল্পনা তুলে ধরেন কো-অর্ডিনেটর আবদুল আজিম।

আপনার মন্তব্য

আলোচিত