সিলেটটুডে ডেস্ক

০৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:৪৮

ইউএন উইমেন প্রতিযোগিতায় জয়ী মেট্রোপলিটনের প্রভাষক

‘ইনোভেটর অ্যাগেইনস্ট জেন্ডার বেসড ভায়োলেন্স’ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রভাষক রাহাতারা ফেরদৌসী। ইউনাইটেড নেশন্স উইমেন (ইউএন উইমেন বা জাতিসংঘের নারীর ক্ষমতায়ন বিষয়ক সংস্থা), কানাডা হাইকমিশন ও লাইট ক্যাসল পার্টনার এই প্রতিযোগিতার আয়োজন করে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা এই তথ্য জানায়।

জনসংযোগ শাখা থেকে জানানো হয়, রাহাতারা ফেরদৌসী মেট্রোপলিটন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক। তিনি ঢাকার গুলশানে লেকশোর হোটেলে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হন। প্রতিযোগিতায় তার উপস্থাপিত আইডিয়ার নাম ছিল ‘বীর’। আয়োজকদের পক্ষ থেকে তাকে ৫ হাজার ডলার পুরস্কার দেওয়া হয়েছে।

ওই প্রতিযোগিতার বিচারক ছিলেন ইউএন উইমেন বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিনিধিসহ আয়োজন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে, এই প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় রাহাতারা ফেরদৌসীকে অভিনন্দিত করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ও উপাচার্য অধ্যাপক ড. মো. সালেহ উদ্দিন।


আপনার মন্তব্য

আলোচিত