শাবি প্রতিনিধি

১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:৪৬

শাবিতে দুইদিন ব্যাপী মাভৈ: আবৃত্তি উৎসবের আয়োজন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি বিষয়ক সংগঠন মাভৈ: আবৃত্তি সংসদের দুই দিনব্যাপী ‘মাভৈ: আবৃত্তি উৎসব ১৯’ অনুষ্ঠিত হবে আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর।

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ‘মাভৈ: আবৃত্তি সংসদে’র সাধারণ সম্পাদক নবনীতা কর্মকার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দুই দিনব্যাপী এ আয়োজনে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উৎসবের ১ম দিন বেলা দেড়টা আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন হবে এবং বেলা সাড়ে ৫টায় কেন্দ্রীয় মিলনায়তনে মাভৈ: আবৃত্তি সংসদের যৌথ প্রযোজনা ‘সময়ের আর্তনাদ’ মৌলিক প্রযোজনা শ্রুতিনাটক ‘সেই দিন’ এবং আমন্ত্রিত অতিথি শিল্পীদের পরিবেশনা।

উৎসবের দ্বিতীয় দিনে ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টায় একই স্থানে আমন্ত্রিত অতিথি শিল্পীদের পরিবেশনা, ‘মাভৈ: আবৃত্তি সংসদে’র সাবেক সদস্যদের পরিবেশনা। এসময় মাভৈ: আবৃত্তি সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত