শাবি প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৩৫

বশেমুরপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে শাবিতে মানববন্ধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ফাতেমা তুজ জিনিয়াকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও হয়রানি ঘটনার প্রতিবাদ ও বশেমুরপ্রবি উপাচার্য খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে শাবিপ্রবি প্রেসক্লাবের সদস্যদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন পরবর্তী সমাবেশে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে জিয়াউল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত গোপালগঞ্জের মতো পবিত্র ভূমিতে বসে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে একজন নারী সাংবাদিককে বহিষ্কার করা কখনো কাম্য নয়। এটা বাক স্বাধীনতা বিরোধী কর্মকান্ড আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

তিনি আরও বলেন, বাংলাদেশে ক্যাম্পাস জার্নালিস্টসহ সকল সাংবাদিকদের বাকস্বাধীনতা নিশ্চিত এবং অবিলম্বে উপাচার্য খন্দকার নাসির উদ্দিনের ক্ষমাপূর্বক পদত্যাগের জোর দাবি জানাচ্ছি।

আপনার মন্তব্য

আলোচিত